১৭৯
মোহাম্মদ আবদুল মতিন,লালমাইয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ইউসুপ ওরফে বোল্ডার (৩৫) নামের এক যুবককে গত কাল ,শুক্রবার,আটক করেছে লালমাই থানা পুলিশ। লালমাই উপজেলার বেলঘর দক্ষিন ইউনিয়নের কলমিয়ার ইট ভাটা এলাকা থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।