প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ২:০৭ পূর্বাহ্ণ
লালমাইয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গাঁজা ব্যবসায়ী আটক
মোহাম্মদ আবদুল মতিন,লালমাইয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ইউসুপ ওরফে বোল্ডার (৩৫) নামের এক যুবককে গত কাল ,শুক্রবার,আটক করেছে লালমাই থানা পুলিশ। লালমাই উপজেলার বেলঘর দক্ষিন ইউনিয়নের কলমিয়ার ইট ভাটা এলাকা থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
সে উক্ত ইউনিয়নের মিতল্লা গ্রামের আবু মিয়া মিয়ার ছেলে। গ্রেফতার হওয়া ইউসুপ মিয়া দীর্ঘ্যদিন যাবত গাঁজার ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যার পর সাধুর কলমিয়ার দক্ষিন পাশের ইট ভাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে।
আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১৯(ক)২০১৮ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার দেখিয়ে তাকে মামলাসহ আজ ১১/০৫/২০২৪ তারিখ কোটে চালান করা হয়েছে বলে লালমাই থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
সম্পাদক: জসিম উদ্দিন ভূঁইয়া। ঠিকানা: হরিশ্চর বাজার, লালমাই কুমিল্লা। ফোন: 00965 5588 0471 , 00965 9978 6270
Copyright © 2024 Lalmai Protidin. All rights reserved.