নিহত ফারুক হোসেন উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে। দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। তিনি স্থানীয় মুজিবনগর বাজারে চা বিক্রি করতেন।
লালমাই থানার অধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেদোয়ান হোসেন বলেন,হরিশ্চর-কাশিনগর পাকা সড়কের দক্ষিণে ভুশ্চি গ্রামের আবদুল খালেকের ফসলি জমি থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই হাতের পেশির রগ কাটা রয়েছে। মরদেহ পড়ে থাকা জমির ৫শ গজ দূরে অন্তত ৩টি জমিতে রক্তের দাগ লেগে আছে। একটি জমির আইলের পাশে রক্তের চিহ্ন,সিগারেটের খালি প্যাকেট সিগারেটের ফিল্টার ও একটি ব্লেড পাওয়া গেছে।
নিহতের মা সামছুন্নাহার বলেন, রবিবার রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। সকালে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলের কোন শত্রু নেই। বন্ধুরাই হয়ত হত্যা করেছে। পুলিশকে আমি সব বলবো।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: জসিম উদ্দিন ভূঁইয়া। ঠিকানা: হরিশ্চর বাজার, লালমাই কুমিল্লা। ফোন: 00965 5588 0471 , 00965 9978 6270
Copyright © 2024 Lalmai Protidin. All rights reserved.