কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি বাজার পরিচালনার জন্য মোঃ জাকির হোসেনকে সভাপতি ও মাকসুদুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকর কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভুশ্চি বাজারে কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম।
কমিটিতে উপদেষ্টারা হলেন হাফেজ মোঃ বেলাল হোসাইন, মোঃ নিজাম উদ্দিন, আব্দুস ছাত্তার, আইয়ুব আলী, ডাঃ স্বদেশ রঞ্জন রায়, হায়াতুন নবী মিয়াজী, মোঃ আরিফুর রহমান, মাওলানা লোকমান হাকীম,মোঃ রবিউল হোসেন খোকন, মাওলানা আবু জাফর মোঃ সালেহ।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আলী হোসেন মামুন,মোঃ তাজুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ আহসান উল্যাহ মানু, মোঃ জামাল হোসেন, মোঃ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল কবির, হাফেজ মোঃ ইয়াছিন, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সহ- কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের মজুমদার, কার্যকরী সদস্য মোঃ শহিদুল্লাহ খোকন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আলী আশ্রাফ, মোঃ খালেদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু তাহের, মোঃ আমজাদ হোসেন, মোঃ নাছির উদ্দিন, মোঃ রবিউল
হোসেন, মোঃ কামাল হোসেন,মোঃ বিল্লাল হোসেন, শিবু বণিক,মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোকছুদ মজুমদার, মোঃ হায়াতুন্নবী।
বিগত সময়ে বাজার পরিচালনা কমিটির নানা অনিয়ম, ‘অব্যবস্থাপনা ও ব্যর্থতার কথা তুলে ধরে বক্তারা বলেন, সঠিকভাবে পরিচালনার অভাবে উপজেলার প্রাচীন, জনগুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এই বাজারটি দিন দিন ঐতিহ্য হারাতে বসেছে। তাই নতুন কমিটিকে নানা উদ্যোগ গ্রহণ করে এই বাজারের ঐতিহ্য ফিরিয়ে এনে বাজারে নানা সংস্কার, সংযোজন ও উন্নয়নে ভুমিকা রাখতে হবে’। এসময় বাজারের ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।