Home » মনোহরগঞ্জে বানভাসীদের পাশে লালমাইয়ের হিউবাগ, আশ্রয়কেন্দ্রের ৯০০ মানুষের মুখে হাসি

মনোহরগঞ্জে বানভাসীদের পাশে লালমাইয়ের হিউবাগ, আশ্রয়কেন্দ্রের ৯০০ মানুষের মুখে হাসি

by Lalmai Protidin
৬৮ views
A+A-
Reset

লালমাই প্রতিদিনঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লা। কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বানের পানিতে প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছিল কুমিল্লার অন্যান্য উপজেলায় ত্রাণ সহায়তা পৌঁছালেও মনোহরগঞ্জ উপজেলায় সেভাবে ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

বিষয়টি জানতে পেরে কুমিল্লার লালমাই উপজেলা থেকে মনোহরগঞ্জ উপজেলায় গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন লালমাই উপজেলার জনপ্রিয় সামাজিক ও মানবিক সংগঠন হিউম্যানিটি অব বাগমারা-হিউবাগের সদস্যরা। হিউবাগের পক্ষ থেকে মনোহরগঞ্জের একটি আশ্রয়কেন্দ্রে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এতে হাসি ফুটেছে আশ্রয়কেন্দ্রের বানভাসীদের মুখে।

বুধবার (২৮ আগস্ট) সকালে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নীলকান্ত ডিগ্রী কলেজ আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দেওয়া হয়।

হিউম্যানিটি অব বাগমারা-হিউবাগের সাধারণ সম্পাদক মারুফ সিরাজী বলেন, ‘ দৈনিক ইত্তেফাক পত্রিকাসহ দেশের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যম লক্ষ করি মনোহরগঞ্জে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা হিউবাগের পক্ষ থেকে মনোহরগঞ্জের দুর্গম এলাকায় গিয়ে হিউবাগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করব। এই নিরিখে মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের নীলকান্ত ডিগ্রী কলেজ আশ্রয়কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মনোহরগঞ্জের প্রায় প্রত্যেক গ্রামের মানুষ এখনো পানিবন্দি। তাই বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো। মনোহরগঞ্জে ত্রাণের জন্য এখনো হাহাকার চলছে। এখানে আরো অনেক ত্রাণ সহায়তা দরকার।

হিউম্যানিটি অব বাগমারা-হিউবাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, হিউবাগের অঙ্গীকার, সেবা করবে জনতার এ স্লোগানে ২০২০ সালে করোনা মহামারিতে মানবিক কাজ করার মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সকল ক্রান্তিলগ্নে হিউবাগ সাধ্যমত সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই হিউবাগের স্বেচ্ছাসেবকরা কাজ করে আসছে। ইতিমধ্যে কুমিল্লার বড়িচং- ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট, লাকসাম মনোহরগঞ্জসহ ফেনী,নোয়াখালী ও লক্ষীপুরে আমাদের প্রতিনিধিরা হিউবাগের পক্ষ থেকে উদ্ধার কর্মসূচি ও খাদ্য সহায়তা দিয়েছে। হিউবাগের মানবিক এ কর্মযজ্ঞে সবসময় সহযোগিতা করেছেন প্রবাসীরা। আমি সকল প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আহবান জানাই পূর্বের ন্যায় হিউবাগের পাশে থাকার জন্য।

বানভাসীদের খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে চাউল,
আলু, ডাল,তেল, বিশুদ্ধ পানি,
বিস্কুট, খাবার স্যালাইন, মশার কয়েল, এবং দিয়াশলাই৷

এ সময় হিউবাগের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক রিপাত, রাশেদুল ইসলাম হৃদয়, মনির হোসেন, সাব্বির হোসেন, আকাশ কর্মকার প্রমুখ।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More