মোহাম্মদ আবদুল মতিনঃ টানা বৃষ্টিতে কুমিল্লার লালমাইয়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মৎস্যঘের সহ গ্রামীন জনপদ। পথঘাট সহ অনেকের বাড়িতে পানি উঠেছে। প্রাচীনকাল থেকে বয়ে যাওয়া প্রকৃতিক ভাবে সৃষ্ট খালগুলোর পাড় ডুবে গেছে। ধারন ক্ষমতার বাইরে থাকা প্লাবনের পানি বুকে ধারন করে ধীর গতিতে বয়ে যাচ্ছে এসব খাল। রাস্তাঘাটে যান চলাচল খুব একটা নেই। নৌকায় চড়ে যাতায়াতের সুযোগও নেই। নৌকা তো অনেক আগেই বিলীন হয়ে গেছে কুমিল্লার দক্ষিন জনপদ থেকে । দীর্ঘ্যদিন ধরে পানী শূণ্যতায় ভোগে আসছিল এলাকার ছোট ছোট খালগুলো।
এবারের প্লাবনে জনজীবন স্থবিরতার পাশাপাশি মৎস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবনের পানীতে মৎস্য ঘেরের পাড় ডুবে যাওয়ায় অনেক চাষীর মাছ চলে গেছে । সাধারণ খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেনা। বৃষ্টির কারণে রিক্সা ও অটো রিক্সা রাস্তায় চলাচল বন্ধ থাকায় এসবের চালকদের আয় রোজগার বন্ধ রয়েছে। সঙ্কটে রয়েছে তাদের পরিবার।
গত ১৫/২০ বছরেও এমন অবস্থা কেউ প্রত্যক্ষ করেনি। এখন পর্যন্ত আউশ ধানের ক্ষতির কথা শুনা যায়নি। তবে দু একদিনের মধ্যে বৃষ্টি বন্ধ না হলে ব্যপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা।
সম্পাদক: জসিম উদ্দিন ভূঁইয়া। ঠিকানা: হরিশ্চর বাজার, লালমাই কুমিল্লা। ফোন: 00965 5588 0471 , 00965 9978 6270
Copyright © 2024 Lalmai Protidin. All rights reserved.