বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরিক্ষায় অংশ গ্রহনের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায়ও অংশ গ্রহন করে থাকে প্রতিষ্ঠানটি।
২০২৪ সালের দাখিল পরিক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১০ জন ছাত্রী অংশ গ্রহন করে। এতে শতভাগ পাসের পাশাপাশি গোল্ডেন জিপিএ-৫ সহ ৫ টি জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫(A+) পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন মোসাঃ হুমায়রা আক্তার তানহা (গোল্ডেন জিপিএ-৫),মানছুরা আক্তার মহিমা,ফাতেমা আক্তার,মীম আক্তার, ফারজানা আক্তার।
A গ্রেট প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মারিয়া আক্তার, তাসলিমা আক্তার, শিফা আক্তার, খাদিজা আক্তার, সুমাইয়া বিনতে হুসাইন।
ছাত্রীদের এমন ঈর্ষনীয় সাফল্য সম্পর্কে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ্ মুহাজির বলেন, আমার মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকাবৃন্দ নিরলস প্রচেষ্টা আর ছাত্রীদের দিন রাতের মেহনতে আজকে এতো সুন্দর একটি ফলাফল লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
তিনি আরো বলেন এই ফলাফলের অন্যতম ভাগিদার আমার ছাত্রীদের অভিভাবকগন, যারা তাদের আদরের কন্যাদেরকে ভালো ফলাফলের আশায় আমাদের সকল নিয়মগুলো সঠিকভাবে পালন করেছে। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের মেহনতী শিক্ষক - শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আরো ভালো ফলাফলের প্রত্যাশা করছি।
উল্লেখ্য যে, চলতি বছরে ১০ম বর্ষে পদার্পন করেছে লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা দারুত তাহযীব মহিলা মাদরাসা।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বাগমারা দারুত তাহযীব মহিলা মাদরাসায় বর্তমানে ২৭ শিক্ষকের তত্ত্বাবধানে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে ৪৭৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং চলতি বছরে প্রায় ৩ শতাধিক নতুন শিক্ষার্থী মাদরাসায় ভর্তি হয়েছে।
সম্পাদক: জসিম উদ্দিন ভূঁইয়া। ঠিকানা: হরিশ্চর বাজার, লালমাই কুমিল্লা। ফোন: 00965 5588 0471 , 00965 9978 6270
Copyright © 2024 Lalmai Protidin. All rights reserved.