গাজী মামুনঃ বাংলাদেশ ছাত্রলীগ লালমাই উপজেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন ব্যক্তিগত কারণে প্রবাসে গমন করায় সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে তাঁর স্থলে কমিটির ১নং সহ-সভাপতি শেখ সাদী শরীফ’কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৫ মে) দুপুরে লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে শেখ সাদী জানান, আগামীতে ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগকে শক্তিশালী ও এই ইউনিটের সকল কার্যক্রমকে গতিশীল করতে আমাকে দায়িত্ব দেওয়ায় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় আগামী দিনে ইউনিয়ন ছাত্রলীগকে আরো গতিশীল করতে দলীয় সকল কাজে সহকর্মীদের নিয়ে সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছি।