লালমাই উপজেলার কৃতি সন্তান”জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন হুজ্জাতুল ইসলাম।
আকবর হোসেন.মনোহরগঞ্জ প্রতিনিধি “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. হুজ্জাতুল ইসলাম। এর আগে তিনি ২০১৭ সালে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন। জানা যায়, মো. হুজ্জাতুল ইসলাম নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ২০১০ সালে। তিনি যোগদান করার পর থেকে মাদ্রাসার লেখাপড়ার অনেক পরির্বতন ও উন্নতি হয়েছে। প্রতি বছর বিভিন্ন পরীক্ষার ফলাফলে এই মাদ্রাসাটি সফলতা অর্জন করছে। এই মাদ্রাসায় প্রতিটি জাতীয় দিবস উদযাপন করা হয় এবং নিয়মিত এ্যাসেম্বলি করা হয়। দক্ষ ও মেধাবী শিক্ষকদের দ্বারা পরিচালিত হচ্ছে এই মাদ্রাসাটি। অধ্যক্ষ হুজ্জাতুল ইসলামসহ সকল শিক্ষক শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রমের কারণে প্রতি বছর এই মাদ্রাসাটি ভালো ফলাফল অর্জন করছে।
এই মাদ্রাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৫ এবং ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে। অধ্যক্ষ হুজ্জাতুল ইসলামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামে। তারা পিতা মরহুম মাওলানা আবদুল করিম ছিলেন লালমাই উপজেলার ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. হুজ্জাতুল ইসলাম জানান, আমি সব সময় আমার মাদ্রাসার শিক্ষার্থীদেরকে একটা কথা বলি, লেখাপড়ার পাশাপাশি মানুষের কল্যাণে ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী। আমাদের মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী। তিনিও সকল ক্ষেত্রে আমাদেরকে সঠিক পরামর্শ ও সহযোগীতা করে থাকেন। নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উত্তরোত্তর সফলতার জন্য এলাকাবাসী ও সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।