প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশঃ মঙ্গলবার,৩০ এপ্রিল ২০২৪ ইং
মোহাম্মদ আবদুল মতিন,আজ ৩০ এপ্রিল মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী। উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক আমিন,লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা,সেক্রেটারী মাসুদুর রহমান ভুঁইয়া, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুল মালেক,বেলঘর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন ভুঁইয়া,পেরুল দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ রুবাই, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন দুলাল,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, ভুলইন দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মজিব।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অদ্যকার সভায় বক্তাগন লালমাই উপজেলায় ক্রমবর্ধমান মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্য্যকরি ব্যবস্থা নিয়ে এসব অসামাজিক কর্মকান্ড কঠোরভাবে নিয়ন্ত্রনে রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামীন জনপদের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবেঁধে মোবাইল গেম নিয়ে রাস্তার ধারের নির্জনস্থান গুলোতে যাতে আড্ডা জমাতে না পারে,সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার উপর গুরুত্ব আরোপ করে বক্তাগন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ এর দৃষ্টি করে বক্তব্য রাখেন। পারস্পরিক সহযোগিতায় উপরোক্ত সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলকে আশ্বস্ত করেন।
সম্পাদক: জসিম উদ্দিন ভূঁইয়া। ঠিকানা: হরিশ্চর বাজার, লালমাই কুমিল্লা। ফোন: 00965 5588 0471 , 00965 9978 6270
Copyright © 2024 Lalmai Protidin. All rights reserved.