প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ণ
আত্মার সাথে আত্মার বন্ধন,করবো একদিন আমারই সাধন
আত্মার সাথে আত্মার বন্ধন”করবো একদিন আমারই সাধন
জসিম উদ্দিন ভূঁইয়াঃ লালমাই প্রতিদিন গত ১৫ এপ্রিল সোমবার ফয়েজগঞ্জ বাজার “মানবতার বন্ধন- Humanity nexus সেচ্ছাসেবী সংগঠনের ধারাবাহিক কার্যক্রমে ঈদ পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ একরামুল হক স্বপন এবং সংগঠনের সভাপতি সালমা আক্তার সাথী,সহ-সভাপতি জনাব মোঃ শফিউল বাশার শান্ত,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বাদল সহ সংগঠনের সদস্যদের একাংশ, উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম চলাকালীন সময় ভার্চুয়ালি যুক্ত হন,সংগঠনের উপদেষ্টা আমেরিকান প্রবাসী, মোস্তাফিজুর রহমান ডালিম, এ সময় উনি সংগঠনকে গতিশীল করার জন্য পরামর্শ এবং,বিভিন্ন রকম দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।
সংগঠনের আরেক উপদেষ্টা,জনাব মোঃ একরামুল হক স্বপন বলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মোতাহার হোসেন জুয়েল এবং আমেরিকান প্রবাসী,জনাব মোস্তাফিজুর রহমান ডালিম। “মানবতার বন্ধন” সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এখন পযন্ত সকল প্রকার পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে মানবিক কাজে উৎসাহিত করার জন্য আপনাদের জন্য দোয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক: জসিম উদ্দিন ভূঁইয়া। ঠিকানা: হরিশ্চর বাজার, লালমাই কুমিল্লা। ফোন: 00965 5588 0471 , 00965 9978 6270
Copyright © 2024 Lalmai Protidin. All rights reserved.