মোহাম্মদ আবদুল মতিন,লালমাই প্রতিদিন :আজ বেলা ১১ ঘটিকার সময় লালমাই উপজেলায় নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরীর সাথে লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সবাই অনুষ্ঠিত হয়। লালমাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন লালমাই উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকগন নিজ নিজ পরিচয় প্রদান করেন।পরিচয় পর্বের পর নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী লালমাই উপজেলার উন্নয়নে এ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকদের পরামর্শ ও প্রস্তাবনা আহবান করেন
এ প্রসংগে দৈনিক কুমিল্লার কাগজের লালমাই প্রতিনিধি এবং লালমাই প্রেস ক্লাবের সাংগঠিক সম্পাদক প্রদীপ মজুমদার-সহ অন্যান্য সাংবাদিকগন লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর পানি দূষন,বাগমারা বাজারের যানজট নিরসনে,বাগমারা বাজারে একটি ফায়ার স্টেশন স্থাপন,হরিশ্চর চৌরাস্তায় একটি ফুট ওভারব্রীজ নির্মান ও মাদক বিরোধী অভিযান জোরদার করা ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য নবাগত নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেন।নির্বাহী অফিসার গণমাধ্যম কর্মীদের উক্ত প্রস্তাবনা গুলি মনোযোগ দিয়ে শুনেন ও নোট করেন। উক্ত সমস্যা নিরসনে তিনি যথাসম্ভব পদক্ষেপ নিবেন বলে সবাইকে আশ্বস্ত করেন এবং সকল গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।