১৪ ই এপ্রিল,রবিবার ২০২৪ ইং
এস এম কামাল লালমাই প্রতিদিন
শফিকুর রহমান মিয়াজির সঞ্চালনায় ১৩ই এপ্রিল শনিবার”লালমাই উপজেলা বেলঘর দক্ষিণ ইউনিয়ন ধানোড়া গ্রামে “বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় লালমাই উপজেলার কৃতি সন্তান বাহরাইন প্রবাসী,রেমিটেন্স যোদ্ধা”মোঃ মহি উদ্দিন সি আই পি কে সংবর্ধনা প্রধান করেন ধানোড়া”গ্রাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম মজুমদার সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।
প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন “এম এ মোতালেব হোসেন “আহবায়ক যুবলীগ লালমাই উপজেলা।
বিশেষ অতিথি,হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম পি পি আই জজ কোট কুমিল্লা ও যুগ্ম আহবায়ক যুবলীগ লালমাই উপজেলা,আলহাজ্ব আবদুল মন্নান মনু,সাবেক চেয়ারম্যান বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ ও সভাপতি বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ।
শাহ আলম প্যানেল চেয়ারম্যান,বেলঘর দঃ ইউনিয়ন পরিষদ।
“সাঈদ আহমেদ মিয়াজী “সিনিয়ার সহ সভাপতি বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবলীগ।